👉 ৮২ সি ধারার চূড়ান্ত করদায় কি

 

- আয়কর আইন অনুসারে যেকোনো সেভিংস সার্টিফিকেট, সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভোলপমেন্ট বন্ডের সুদ (ধারা ৫২ডি) ইত্যাদি সহ মোট ৩০ টি খাত হতে উৎসে কর কর্তন চূড়ান্ত কর দায় হিসাবে গণ্য হবে। অর্থাৎ এইসব উৎস থেকে আয়সমূহ আর করযোগ্য আয় গণনায় আসবে না এবং এর উপর আর কোনো কর দিতে হবে না। তবে করযোগ্য আয় গণনায় না আসলেও, আয়কর রিটার্নে সকল আয় এবং খাতে দেয়া উৎসে কর উল্লেখ করতে হবে। 

 

করমুক্ত বা কর অব্যাহতি প্রাপ্ত আয়ের তালিকা (আয়কর নির্দেশিকা ২০২২-২৩, পৃষ্ঠা নং- ৫৪)

 

📌 আয়কর নির্দেশিকা ২০২২-২৩ এবং আয়কর রিটার্ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেখুন TaxBot BD অ্যাপে। এছাড়া সহজেই এবং ফ্রি-তে আপনার ট্যাক্স রিটার্ন তৈরি করুন। ডাউনলোড করুনঃ https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_niloy1710679106.TaxBotBD_V12

Comments

Popular posts from this blog