👉 সবার জন্য প্রযোজ্য ফরম কোনটি?

 

- ব্যক্তি-করদাতার জন্য ২০১৬-১৭ কর বছরে নতুন প্রবর্তিত রিটার্ন ফরম IT11GA2016 এর মূল রিটার্নটি তিন পৃষ্ঠার যা পূরণ করা বাধ্যতামূলক। এতে প্রথম পৃষ্ঠায় করদাতার বিষয়ে মৌলিক তথ্য, দ্বিতীয় পৃষ্ঠায় আয় করের হিসাব এবং তৃতীয় পৃষ্ঠায় সংলাগ, করদাতার প্রতিপাদন স্বাক্ষর প্রদান করতে হয়। করদাতার আয়ের উৎসের উপর নির্ভর করে মূল রিটার্নের সাথে তফসিল যোগ হবে। 

- বেতন আয় থাকলে বেতন সংক্রান্ত তফসিল 24A

- বাড়িভাড়া আয় থাকলে সে আয়ের তফসিল 24B

- ব্যবসায় বা পেশাগত আয় তফসিল 24C

মূল রিটার্নের সাথে যোগ করতে হবে। যে করদাতার এসব কোনো খাতের আয় নেই তার কেবল তিন পৃষ্ঠার মূল রিটার্ন দাখিল করলেই চলবে, তফসিল দাখিল করার প্রয়োজন হবে না।  

কেউ বিনিয়োগ রেয়াত দাবি করলে মূল রিটার্নের সাথে বিনিয়োগ রেয়াত সংক্রান্ত তফসিল 24D দাখিল করতে হবে।  

 

📌 আয়কর নির্দেশিকা ২০২২-২৩ এবং আয়কর রিটার্ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেখুন TaxBot BD অ্যাপে। এছাড়া সহজেই এবং ফ্রি-তে আপনার ট্যাক্স রিটার্ন তৈরি করুন। ডাউনলোড করুনঃ https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_niloy1710679106.TaxBotBD_V12

Comments

Popular posts from this blog