👉 জিরো রিটার্ন ফরম কোনটি এবং কাদের জন্য?

 

- ব্যক্তি শ্রেণীর করদাতা যারা নিম্নোক্ত শর্তাবলী পূরণ করেন তারা চাইলে IT-GHA2020 রিটার্নটি দাখিল করতে পারবেনঃ-

() যাদের আয় লক্ষ টাকার উর্ধ্বে নয়; এবং 

() যাদের মোট পরিসম্পদ ৪০ লক্ষ টাকার উর্ধ্বে নয়।

 

উক্ত শর্তাবলী পূরণ করলেও নিম্নের যেকোনো একটি কারণে IT-GHA2020 রিটার্নটি ব্যবহার করতে পারবেন নাঃ-

() আয় বছরের শেষ তারিখে মোটর গাড়ি (জীপ বা মাইক্রোবাস) এর মালিকানা থাকলে; অথবা 

() আয় বছরে কোনো সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ-সম্পত্তি বা এপার্ট্মেন্টের মালিক হলে অথবা গৃহ-সম্পত্তি বা এপার্ট্মেন্টে বিনিয়োগ করলে।

 

তবে যদি আপনার করযোগ্য আয় না থাকে বা কর শুন্য আসে, সেক্ষেত্রেও বিভিন্ন খাতের আয় (যেমন, সঞ্চয়পত্রের মুনাফা, ব্যাংক ডিপোজিটের সুদ ইত্যাদি) এবং উৎসে দেয়া আয়কর উল্লেখ করতে হবে। তবে, রিটার্নে উল্লেখিত উৎসে কর আবার পরিশোধ করতে হয় না।

 

📌 আয়কর নির্দেশিকা ২০২২-২৩ এবং আয়কর রিটার্ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেখুন TaxBot BD অ্যাপে। এছাড়া সহজেই এবং ফ্রি-তে আপনার ট্যাক্স রিটার্ন তৈরি করুন। ডাউনলোড করুনঃ https://play.google.com/store/apps/details?id=appinventor.ai_niloy1710679106.TaxBotBD_V12

Comments

Popular posts from this blog